Lalgola M. N. Academy - Lalgola

5/5 based on 8 reviews

Contact Lalgola M. N. Academy

Address :

School Rd, Lalgola, West Bengal 742148, India

Postal code : 742148
Opening hours :
Tuesday 6–8AM
Wednesday 6–8AM
Thursday 6–8AM
Friday 6–8AM
Saturday 6–8AM
Sunday 6–8AM
Monday 6–8AM
Categories :

School Rd, Lalgola, West Bengal 742148, India
R
Ranit Das on Google

M
Mr sahabuddin on Google

M
MONIRUL HASAN on Google

Lalgola
Lalgola
R
RMS Creators on Google

১লা ভাদ্র ১৪২৮লালগোলা এম এন একাডেমী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাজা যোগীন্দ্র নারায়ণ রায়ের তিরোধান দিবস পালন। আবারও একটি ১লা ভাদ্র। লালগোলা মহেশ নারায়ণ একাডেমীর প্রতিষ্ঠাতা মহারাজা রাও যোগীন্দ্র নারায়ন রায় এর ৭৫ তম তিরোধান দিবস। তিরোধান দিবস পালনের মধ্য দিয়ে একগুচ্ছ নতুন উদ্যোগ নেওয়া হল স্কুলের অগ্রগতিতে। জন্ম আছে মৃত্যু আছে- বেদনার দিন হলেও এই দিনটিকেই বেছে নেওয়া হল নতুনের অঙ্গীকার নিয়ে। শুরুটা হয় প্রভাতী অনুষ্ঠান দিয়ে। তারপর প্রতিষ্ঠাতা রাও যোগীন্দ্র নারায়ন রায়ের একটি পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন হল স্কুল প্রাঙ্গণে। একই সাথে লালগোলা মহেশ নারায়ণ একাডেমীর মুকুটে জুড়ল পালক। একটি সুবিশাল ও আধুনিক 'আর্ট গ্যালারির' উদ্বোধন হল। ফিতে কেটে আর্ট গ্যালারির উদ্বোধন করেন লালগোলার বিধায়ক মহম্মদ আলী। এর সাথেই স্কুলে প্রধান শিক্ষকের কক্ষ সংস্কার হয়। এদিন হয় প্রাক্তনী পুনর্মিলন। বিশেষ দিনে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক, প্রাক্তনী, ছাত্র ছাত্রী ও বিশিষ্ট জনেরা। 'প্রাক্তনী সংসদ' এর উদ্যোগে আর্ট গ্যালারির উদ্বোধন ঘিরে সকলেই ছিলেন উচ্ছ্বসিত। স্বপ্ন পূরণ: গর্ভধারণের পর দীর্ঘদিন স্বপ্ন বপন করতে করতে মা যেমন সন্তান প্রসবের পর চোখে জল ,ঠোঁটে হাসি নিয়ে অপার্থিব এক সুখ অনুভব করেন তেমনি এক অনোন্য সুখ অনুভব করছি বুকের ভেতর। আজ ১লা ভাদ্র , লালগোলার দানবীর রাজা যোগীন্দ্র নারায়ণ রায় মহাশয়ের তিরোধান দিবসে তাঁরই নির্মাণ করা ঐতিহ্যশালী বিদ্যালয় লালগোলা এম .এন . একাডেমীতে প্রাক্তনী সংসদের সৌজন্যে প্রখ্যাত ভাস্কর জয়দেব কর্মকারের হাতে গড়া মহারাজার পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা এবং প্রায় 2000 স্কোয়ার ফুট মাপের ও মানের দিক থেকে সেরার সেরা একটি আর্ট গ্যালারি আজ উদ্বোধন করা হয়। আমাদের এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক মহাশয় মাননীয় বরদাচরণ মজুমদার মহাশয় যাঁর কাছে কবি কাজী নজরুল ইসলাম সহ বহু প্রোথিত যশা মানুষের আনাগোনা ছিল তাঁর সেই কক্ষ সংস্কারের কাজও করছে প্রাক্তনী সংসদ। কৃতজ্ঞতা জানাই বর্তমান প্রধান শিক্ষক মাননীয় অরুণ কুমার দাস মহাশয় ও সভাপতি মিলন ঘোষ কে যারা শুধু বিদ্যালয় নয় সমস্ত লালগোলাবাসীর স্বার্থে প্রাক্তনীদের এক সুত্রে বেঁধে এমন সুন্দর কাজ করার সুযোগ করে দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই তাঁদেরও যাঁরা বিদ্যালয়ের টানে বিপুল পরিমাণ অর্থের জোগান দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই প্রাক্তনী সংসদের সভাপতি সহ সেই সকল পদাধিকারী ও সদস্যবৃন্দদের যাঁরা দিন-রাত পরিশ্রম করে স্বপ্ন সফল করে দিয়েছেন। শ্রদ্ধা জানাই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও দাদাদের যারা স্বতঃস্ফূর্তভাবে এই কাজে এগিয়ে এসেছেন। ‌ উষ্ণ ভালোবাসা জানাই রাজমিস্ত্রি , মার্বেল মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, গ্রীল মিস্ত্রি , চ্যানেল মিস্ত্রি , রঙমিস্ত্রি, কাঠ মিস্ত্রি ভাই , ডেকোরেটর সহ সকল শ্রমিক ভাইদের যারা মাথার ঘাম পায়ে ফেলে এই অসাধ্য সাধন করে দিয়েছে। ভালোবাসা জানাই আমার বন্ধু, ভাই, ছাত্র-ছাত্রীদের যারা সর্বক্ষণ সাথে থেকে পাহাড়প্রমাণ এ কাজ সহজ করে দিয়েছে। কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত লালগোলাবাসীদের যারা তাদের আবেগকে মর্যাদা দিয়ে নিজের বিদ্যালয়কে উন্নতির দিকে আরও একধাপ এগিয়ে দিয়েছেন। লালগোলার কালো দিক ত্যাগ করে আসুন না, ভালো দিকটাকে আরো আলো করি । আগামী প্রজন্মের জন্য যে যার সাধ্যমতো সুন্দর লালগোলা গড়ি।........................✍️কলমে মিজানুর খান। "RMS Creators"
1st Bhadra 1428 Celebrates the death anniversary of Raja Yogindra Narayan Roy, the founder of Lalgola MN Academy School. Again a 1st Bhadra. The 75th death anniversary of Maharaja Rao Yogindra Narayan Roy, the founder of Lalgola Mahesh Narayan Academy. Through the celebration of Tirodhan Day, a number of new initiatives were taken in the progress of the school. There is birth, there is death - even though it is a day of sorrow, this day has been chosen with a new promise. It starts with the morning program. Then a full-length statue of founder Rao Yogindra Narayan Roy was unveiled on the school premises. At the same time, feathers were added to the crown of Lalgola Mahesh Narayan Academy. A huge and modern 'art gallery' was inaugurated. Lalgola MLA Mohammad Ali inaugurated the art gallery by cutting the ribbon. With this the headmaster's room in the school was renovated. This is the day of reunion of alumni. Teachers, alumni, students and eminent people of the school were present on the special day. Everyone was excited about the inauguration of the art gallery on the initiative of 'Alumni Parliament'. Dream Fulfillment: While sowing dreams for a long time after conception, just as a mother feels unearthly happiness with tears in her eyes and smile on her lips after childbirth, I feel a unique happiness inside my chest. Today, 1st Bhadra, on the day of death of Yogindra Narayan Roy Mahasaya, the king of Danbir of Lalgola, the traditional school built by him is Lalgola M.N. At the academy, a full-length statue of the Maharaja was erected by renowned sculptor Joydev Karmakar courtesy of the Alumni Parliament and an art gallery of the best in terms of size and quality of about 2000 square feet was inaugurated today. The first headmaster of our school, Hon'ble Bardacharan Majumdar Mahasaya, who had many famous people including poet Kazi Nazrul Islam, is also working on the renovation of the room. I would like to express my gratitude to the present Headmaster Hon'ble Arun Kumar Das Mahasaya and President Milon Ghosh for giving me the opportunity to do such a wonderful job in uniting the alumni for the benefit of all the people of Lalgola. I am also grateful to those who have provided huge amount of money for the school. I would like to express my gratitude to all the office bearers and members, including the President of the Alumni Parliament, who have worked day and night to make their dreams come true. We pay tribute to the teachers and grandparents of the school who have spontaneously come forward in this work. ‌ Warm love to all the working brothers including masons, marble masons, electricians, grill masons, channel masons, painters, wood masons, decorators who have done this impossible by sweating. I would like to express my love to my friends, brothers, and students who have made this task easier. I am grateful to all the people of Lalgola who have taken their school one step further by giving dignity to their passion. Don't leave the black side of the red circle, let's shed more light on the good side. Mizanur Khan for the next generation as much as he can. "RMS Creators"
S
Samin Seikh on Google

Ancient School in Lalgola
R
Rahul Ray on Google

Nostalgic Place
M
Md Shahiduzzaman on Google

My School with Lot's of Memory
J
Jamiur Rahaman (Rivu) on Google

Ancient and reputed school

Write some of your reviews for the company Lalgola M. N. Academy

Your reviews will be very helpful to other customers in finding and evaluating information

Rating *
Your review *

(Minimum 30 characters)

Your name *