Institute Of Social Work - Kolkata

4.1/5 based on 8 reviews

Contact Institute Of Social Work

Address :

29B, Chetla Central Rd, Chetla, Kolkata, West Bengal 700027, India

Phone : 📞 +9988
Postal code : 700027
Opening hours :
Tuesday 11AM–5:30PM
Wednesday 11AM–5:30PM
Thursday 11AM–5:30PM
Friday 11AM–5:30PM
Saturday 11AM–5:30PM
Sunday Closed
Monday 11AM–5:30PM
Categories :

29B, Chetla Central Rd, Chetla, Kolkata, West Bengal 700027, India
A
Abhisekh Das on Google

M
Manas Jana on Google

A
Avijit Mondal on Google

R
Rohit Harlalka on Google

A
ALAMIN HOQUE on Google

A
Ayan Das on Google

বিগত প্রায় ৪০ বছর ধরে নানারকম ঝড়-ঝাপটা, চড়াই-ই-উৎরাই এবং ভঙ্গুর পথ পেরিয়ে ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়ার্ক (ISW) একটা সুনির্দিষ্ট রূপরেখা ভাবনায় প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া অনগ্রসর গোষ্ঠী নিয়ে যে পথ চলা শুরু করেছিল, আজ বর্তমান প্রেক্ষাপটে তা এক বিশাল বিশ্বস্ত ও নির্ভশীলতার প্রতিষ্ঠান শুধু নয়,নানা প্রতিকুল বিরুদ্ধতা সত্বেও ভবিষ্যতের দিকে চোখ রেখে মহান অঙ্গিকারের শপথ নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। আর্থ-সামাজিক ক্ষেত্রে জীবনের ন্যুনতম প্রাপ্যর জন্য যে পরিকাঠামো দরকার, সেই সচেতন বোধ এবং তা রূপায়ন করার জন্য সমাজের অবহেলিত নারী ও শিশুদের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে ISW বিভিন্ন উপযোগী মূলক প্রকল্পের মাধ্যমে তাঁদেরকে সবাইকে এক সুত্রে বেঁধেছে। ISW তার পথ চলার ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতায় মূল্যায়ন করে উপলব্ধি করেছেঃ- মহিলাদের সামাজিক ও আর্থিক বৈষম্য, তাঁদের বেঁচে থাকার অধিকার, আইনি সহায়তা এবং সুরক্ষার মাধ্যমে সচেতনতা এবং বাস্তব প্রয়োগে সেই সমস্যা গুলির উপায় খুঁজে বের করতে হবে। একই সঙ্গে ISW প্রাথমিক স্তর থেকে শিশুদের শিক্ষার গুরুত্ব দিয়েছে সর্বাধিক। কারন; একটি শিশু তাঁর শিক্ষিত মনের জ্ঞানের আলোয় ভবিষ্যতে আরো শিশুকে সঠিক পথ দেখাতে সাহায্য করবে।  এই সুত্রে সাধারণ শিক্ষা ও কারিগরী শিক্ষাতে এঁদের স্বাবলম্বী করতে ISW বিভিন্ন ধারার উপলব্ধ কার্যকরী কর্মসূচী গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গের দূরবর্তী জেলা, বস্তি, গ্রামাঞ্চল---এমন অসংখ্য জায়গায় ISW-এর  শিক্ষামূলক কর্মপোযোগী সেন্টার গড়ে উঠেছে। সামাজিক ও আর্থিক অবমূল্যায়নের বাঁধা অতিক্রম করেও ২০১৭ সালের সর্বশেষ বার্ষিক  তথ্য-পরিসংখ্যান অনুযায়ী ISW ইতিমধ্যে প্রায় ৩২,০০০ শিশু এবং ৪৪,০০০ মহিলাদের নিজস্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত করে সাফল্যের খতিয়ান দেখাতে পেরেছে। ISW-এর প্রধান অফিস রাসবিহারি বা কালিঘাট মেট্রো স্টেশনের অদূরে চেতলায়। এছাড়া শাখা অফিস হিসেবে ISW-এর অন্তর্গত যেসব জায়গায় অন্যান্য সেন্টার গুলি বিশেষভাবে উল্লেখযোগ্য কাজ করে চলেছে, সেগুলি হলঃ- * খিদিরপুর * বারাসাত * বারাসাত-এর প্রত্যন্ত অঞ্চলে সাইবানা ইটভাটা * বারাসাত অঞ্চলের সূর্য সেন পল্লী * দঃ ২৪ পরগণায় রায়তলা * আক্রা * শান্তিনিকেতন, বোলপুর মিড-ডে মিল এবং প্রাথমিক স্তরে শিক্ষার কাঠামো সহজবোধ্য হওয়ায় স্কুলছুট শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার মূল স্রোতে ফেরানো সম্ভবপর হয়েছে। এছাড়া মানসিক বিকাশ ও হাতের কাজে শিক্ষায় স্বাবলম্বী হয়ে আয়ের সুযোগের ফলে দারিদ্রে পিছিয়ে পড়া পরিবার গুলিতে যেমন আত্ন-সচেতনতা বেড়েছে, সাথে সাথে মেয়েদের শৈশবেই বাল্য-বিবাহ রোধ করা গিয়েছে অনেকাংশেই। হাতের কাজ বা কারিগরি শিক্ষার মধ্যে নাচ, গান, কবিতা, ছবি আঁকা, মেহেন্দি, সেলাই, কমিউনিকেটিভ ইংলিশ এবং কম্পিউটার শিক্ষা রয়েছে। জাতি-ধর্ম নির্বিশেষে অবহেলিত ও বঞ্চিত প্রতিটি শিক্ষার্থী এই সুযোগগুলি পেতে পারে। বাস্তবমূখী যে পরিকল্পনা গুলিতে ISW সর্বাপেক্ষা বেশি গুরুত্ব দিয়েছে, সেগুলিঃ- ১) প্রাথমিক স্তর থেকেই শিক্ষার পরিকাঠামো গড়ে তোলা। ২)  কারিগরী শিক্ষার মাধ্যমে আর্থিক উন্নয়নের সুযোগ তৈরী করা। ৩) পরিবারে কন্যা সন্তানের সুরক্ষা বলয় প্রতিষ্ঠিত করা। ৪) পরিবারে মহিলাদের বিভিন্ন ধরনের সঙ্কটকালীন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা। ৫) ছাত্র-ছাত্রীদের পুষ্টিমূলক খাদ্যের অভ্যেস ও তার যোগান দেওয়া। ৬) সফল মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষালাভের জন্য বিশেষ স্কলারশিপ-এর বন্দোবস্ত করা। ৭)  মতাদর্শ ও পদ্ধতিগত ব্যবস্থাপনায় আরো বৃহৎ পরিসরে পৌঁছোনো। ...চলার পথ সহজ নয়, আর্থিক সমস্যা ও অসংখ্য প্রতিবন্ধকতা সত্বেও ISW-র সমস্ত কর্মীদের দৃঢ় সংকল্প, পারস্পারিক সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টায় তাদের স্বপ্নকে সফল করতে এবং আগামী দিনে সঠিক লক্ষ্য পূরনের উদ্দেশ্যে রইল হার্দিক অভিনন্দন, অকুন্ঠ সমর্থন আর অনেক শুভেচ্ছা !!!
The path that the Institute of Social Work (ISW) has embarked on over the past 40 years with storms, ups and downs, and fragile paths, with a definite outline idea, is a huge trust in today's context. And not only the institution of independence, but also moving forward with the oath of great commitment keeping an eye on the future in spite of various adverse oppositions. Awareness of the infrastructure required for the minimum wage in the socio-economic field and to implement it, ISW has brought them all together through various useful projects to uphold the rights of the neglected women and children in the society. Evaluating her long experience in her path, ISW has realized: - Social and economic inequality of women, their right to life, awareness and practical application through legal aid and protection must find ways to address those problems. At the same time ISW has given utmost importance to the education of children from primary level. Reason; A child will help show more children the right path in the future in the light of the knowledge of his educated mind. In this regard, ISW has taken various effective programs available to make them self-reliant in general education and technical education. ISW's educational work centers have sprung up in many places in remote districts, slums, rural areas of West Bengal. Despite overcoming the barriers of social and economic devaluation, according to the latest annual data for 2016, ISW has already established a record of success by establishing about 32,000 children and 44,000 women in its own field. The head office of ISW is at Chetla near Rasbihari or Kalighat metro station. In addition, the other centers under ISW as branch offices that have been doing particularly significant work are: - * Khidirpur * Barasat * Saibana brick field in the remote area of ​​Barasat * Surya Sen Palli in Barasat region * Raitala in South 24 Parganas * Accra * Santiniketan, Bolpur The simplification of the structure of education at the mid-day meal and primary level has made it possible for school dropouts to return to the mainstream of education. In addition, self-awareness has increased in poor backward families as a result of self-reliance in income through mental development and handicraft education, and child marriage has largely been prevented in girls' childhoods. Handicrafts include dance, song, poetry, painting, mehndi, sewing, communicative English and computer education. Every student who is neglected and deprived irrespective of race or religion can get these opportunities. The realistic plans that ISW has given the most importance to are: - 1) Building education infrastructure from primary level. 2) To create opportunities for financial development through technical education. 3) Establishment of daughter safety zone in the family. 4) To take various types of emergency prevention measures for women in the family. 5) To give nutritious food habits and its supply to the students. 6) Arranging special scholarships for successful meritorious students for higher education. 6) Reaching a wider range of ideology and systematic management. ... The path is not easy, despite the financial difficulties and numerous obstacles, the determination, mutual cooperation and dedicated efforts of all the staff of ISW to achieve their dreams and achieve the right goal in the future, heartfelt congratulations, unwavering support and many wishes !!!
S
SOURAV MAITI on Google

Group of good peoples
A
Anamika Chowdhury on Google

Institute of Social Work (ISW) is a renowned NGO of West Bengal. Mrs. Nupur Sanyal is a founder of this organization. They are working since 1978 for the upliftment of underprivileged children and women. They have given education for slum children. Given vocational training to the poor women to earn money for themselves. There are several centres in different part of West Bengal. Barasat Samiti School at Hridaypur station is one of the centre. Afflatus Foundation (NGO) has taken responsibility with ISW to spread digital literacy and English communicational Skill training among students of Barasat Samiti School so that they can get job

Write some of your reviews for the company Institute Of Social Work

Your reviews will be very helpful to other customers in finding and evaluating information

Rating *
Your review *

(Minimum 30 characters)

Your name *

Nearby places in the field of Non-profit organization, Women's organization, Non-governmental organization,