নীলকুঠি - Jambani

3/5 based on 2 reviews

Contact নীলকুঠি

Address :

Jambani, West Bengal 721159, India

Postal code : 721159
Categories :

Jambani, West Bengal 721159, India
R
Rajkumar Rajkumar on Google

S
SUNIPAM MAHAKUL on Google

হয়তো এই নীলকুঠির দেওয়ালে লেখা আছে আদিবাসী চাষিদের প্রায় ২০০ বছর আগের রক্তমাখা ইতিহাস। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের জামবনি গ্রামের কাছে এখন সেই স্মৃতি ভগ্নপ্রায়। সময়টা উনবিংশ শতকের মাঝামাঝি। বাংলা জুড়ে নীলকর সাহেবদের অত্যাচারে অতিষ্ঠ চাষিরা বিদ্রোহ ঘোষণা করেছেন। তত্‌কালীন অবিভক্ত বাংলায় মেদিনীপুরের উত্তরাঞ্চল, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পাবনা ও খুলনায় একের পর এক নীলকুঠি ও ম্যাজিস্ট্রেটের কাছারি আগুনে পুড়ছে। অথচ সেই বিদ্রোহের কোনও আঁচ লাগেনি পশ্চিম সীমান্তে বাংলার পাহাড়-জঙ্গল ঘেরা সুবর্ণরেখা অববাহিকায় শান্ত জনপদের গায়ে। ১৮৬০ খ্রিস্টাব্দে বিস্তীর্ণ এলাকা তখন দুর্ভেদ্য। নয়াগ্রামের মলম জামবনি ইত্যাদি জায়গায় নীলকুঠিতে রীতিমতো নীল তৈরির ভাটিখানা চলত। জামবনি গ্রামের পাশে অতীতের সাক্ষী সেই নীলকুঠি এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রাকৃতিক ভাবে নীল তৈরির চিমনি-সহ প্রস্তুতিকরণ ঘরটিও ভগ্নপ্রায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দেড়শো বছরের পুরনো নীলকুঠি সংরক্ষণের জন্য প্রশাসনিক স্তরে আজ পর্যন্ত কোনও উদ্যোগ নেওয়া হয়নি। আঞ্চলিক ইতিহাস গবেষকদের মতে, নীল চাষিরা বিদ্রোহের পথে যাননি। কোনও প্রতিবাদের কথাও সে ভাবে শোনা যায় না। জঙ্গল থেকে সহজেই মিলত হেঁশেলের জ্বালানি কাঠ। খাবারের জন্যও প্রকৃতিই ছিল ভরসা। সম্ভবত, সে জন্যই নীলকরদের চাপের মুখে নীলচাষ করেও এই এলাকার দরিদ্র বাসিন্দাদের জীবনযাত্রায় কোনও প্রভাব পড়েনি। কোনও বিদ্রোহও তাই দানা বাঁধেনি। ১৭৬৩ খ্রিস্টাব্দে মীরজাফর দ্বিতীয়বার বাংলার নবার হওয়ার পরে ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ অংশ চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ রাজের নিয়ন্ত্রণাধীন ‘মেদিনীপুর জমিদারি কোম্পানি’-র অধীনে। ইংরেজ জমিদারি কোম্পানির তরফে লেঠেল নিয়োগ করে গ্রামে গ্রামে চাষিদের দাদন দিয়ে নীলের চাষ করানো হতো। ১৮৯৫ খ্রিস্টাব্দে নীল চাষ বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় স্বাধীনতা আন্দোলন।
Perhaps the blood-stained history of the indigenous farmers about 200 years ago is written on the wall of this indigo factory. That memory is now almost ruined near Jamboni village in Nayagram of Jhargram district. The time is the middle of the nineteenth century. Across Bengal, unscrupulous peasants have declared rebellion against the oppression of the indigo planters. In the then undivided Bengal, in the northern part of Medinipur, Burdwan, Bankura, Birbhum, Murshidabad, Pabna and Khulna, one after another indigo factories and magistrates' houses were burning. But there was no sign of that rebellion on the quiet villages in the Subarnarekha Basin surrounded by the hills and forests of Bengal on the western border. In 180 AD, the vast area was then impregnable. In Nayagram, in places like Malam Jambani, etc., indigo factories used to make indigo. Witnessing the past next to the village of Jamboni, the indigo factory is now practically in ruins. The preparation house with the chimney made of natural blue is also in ruins. Locals complained that no initiative has been taken at the administrative level to preserve the 150-year-old indigo factory. According to regional history researchers, indigo farmers did not revolt. No protest can be heard in that way. Henschel's fuel wood easily matched from the jungle. Nature was also the hope for food. Probably a factor as to why they're doing so poorly. No rebellion has taken root. After the second conquest of Bengal by Mir Jafar in 173 AD, large parts of Jhargram district came under the control of the East India Company and the Medinipur Zamindari Company under the control of the British Raj. Lethel was employed by the English zamindari company and indigo was cultivated in the villages by the farmers. In 1895, indigo cultivation was stopped. Then the freedom movement started.

Write some of your reviews for the company নীলকুঠি

Your reviews will be very helpful to other customers in finding and evaluating information

Rating *
Your review *

(Minimum 30 characters)

Your name *